নিজস্ব প্রতিবেদক।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের রাজপথে অবস্থান নিয়েছে যুবলীগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর ) সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ এর
নেতৃত্বে৷ উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মেঘনা শিল্প নগরীতে বিভিন্ন এলাকায় ও অবস্থান ছিল যুবলীগের নেতাকর্মীদের।নৈরাজ্যবিরোধী কর্মসূচি চলাকালীন সময়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বলেন, বিএনপি যে একটি উগ্রবাদী সংগঠন তা আবার তাদের মহা সমাবেশের নামে হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হলো। সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা গত (২৮ অক্টোবর শনিবারের) সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর করলো, পুলিশকে পিটিয়ে হত্যা করলো, সাংবাদিকদের ওপর হামলা করলো। এসব ঘটনা কখনো একটি গণতান্ত্রিক দলের কর্মকাণ্ড হতে পারে না। এই অন্যায়ের চরম খেসারত তাদের দিতেই হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আকবর মেম্বার, ফিরোজ মোল্ল, ডা, আতিকুল্লাহ, শেখ বিদ্যুৎ, মাসুম বিল্লাহ, বাদল মিয়া, ইউপি সদস্য সেলিম রেজা,মোশারফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহাবুব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।