বিশেষ প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। চায়ের স্টল থেকে শুরু করে সকল রাজনৈতিক কার্যালয় সবখানেই শোনা যাচ্ছে নির্বাচনী আমেজ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য মতে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত ২০২৪ সালের ৭ ই জানুয়ারির। এরই মধ্যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রার্থীরা তাদের জানান দিচ্ছেন। রাজনীতির মাঠ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও প্রার্থীরা ঘুরেফিরে নানা প্রতিশ্রুতি দিয়ে আশা দেখাচ্ছেন ভোটারদের। এদিকে সাধারণ ভোটাররা নেতৃত্বে কেমন প্রার্থী চান এ নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। ব্যতিক্রম নেই সোনারগাঁ উপজেলাও। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনেই প্রার্থীরা তাদের দৌড়ঝাঁপ শুরু করেছেন। অন্যন্য দলের প্রার্থী থাকলেও আলোচনায় এখন বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। নারায়ণগঞ্জ ৩ আসন দলীয় প্রার্থী রাখতে দৌড়ঝাঁপে পিছিয়ে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এদিকে বিরোধীদল বিএনপির নির্বাচনকে ঘিরে ঘোর প্রস্তুতি না দেখা গেলেও কেন্দ্রীয় কমিটির সিগন্যাল পেলেই তারা মাঠে নামবে বলে আশা করা যায়। সোনারগাঁয়ের এ আসনে নিজেদের আধিপত্য দেখিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। ২০০৮ সালে আওয়ামীলীগের টিকিটে এই আসন থেকে সাংসদ নির্বাচিত হন কায়সার হাসনাত, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। ফলে পুনরায় আসনটি ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা করবে জাতীয় পার্টি। অন্যদিকে এই আসনটি পেতে মরিয়া
ক্ষমতাসীনরা। আসনটিকে ঘিরে চলছে নানা আলোচনা। আসনটি পেতে ইতোমধ্যেই এলাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়ে গণসংযোগ করছেন প্রার্থীরা। বিভিন্ন সামাজিক কাজের সাথেও নিজেদের সম্পৃক্ত করে প্রার্থীতা জানান দিচ্ছেন তারা। এ পর্যন্ত সোনারগাঁ আসনের আওয়ামী’লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন যাঁরা। ১ এড. শামসুল ইসলাম ভূঁইয়া,২ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,৩ এরফান হোসেন দিপ,৪ মাহাফুজুর রহমান কালাম, ৫ এইচ এম মাসুদ দুলাল, ৬দীপক কুমার বনিক,৭ মারুফুল ইসলাম ঝলক,৮ ডা, আবু জাফর চৌধুরী ভীরু,৮ মোশাররফ হোসেন,৯ বাবুল ওমর,১০,এড হোসনে আরা বেগম বাবলি,১১,আনোয়ার হোসেন,১২জসিম উদ্দিন,১৩ মনির হোসেন,