তপন আহমেদ (কাদির)
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে ( ৪ ডিসেম্বর) সোমবার আনুমানিক (৮:৩০) টায়। কোম্পানির কাজনিয়ন্ত্রণ কে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, ও সাবেক থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, নাহিদ হাসান নেকবর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ভাঙচুর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষের একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে । এদের মধ্যে একজন আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাহিদ হাসান নেকবর ও জাকির হোসেন অংশীদারিত্বের ভিত্তিতে দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় অবস্থিত নূরানী গ্রুপে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিলেন। এমতাবস্থায় জাকির গ্রুপ এককভাবে অন্য এক কোম্পানির সাথে ব্যবসা শুরু করলে নেকবর গ্রুপের সাথে ব্যবসায়িক বিরোধ দেখা দেয়।
ব্যবসায়িক বিরোধের জেরে আজকের এই সংঘর্ষের ঘটনা বলে দাবি করেন এলাকাবাসী।
এদিকে জাকির বাহিনীর বাড়িঘরে হামলা ও দুইজনকে কুপিয়ে আহতের ঘটনায় সোনারগাঁ থানায় (৮) জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক পঙ্কজ সরকার জানান, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।