নিজস্ব প্রতিবেদক।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের
এই নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এই নির্বাচনে ৪ জন কাগজ কলমে ৫ জন প্রার্থী থাকলেও মাঠে রয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী। মুলতঃ আওয়ামী লীগের নৌকা এবং জাতীয় পার্টি লাঙ্গলের মধ্যেই নির্বাচনে মূল প্রতিদ্বন্ধিতা হবে। আগামী ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হবে প্রচার-প্রচারণা।
মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত (নৌকা প্রতীক) এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা (লাঙ্গল প্রতীক)। এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যেই সোনারগাঁবাসি আগামী পাঁচ বছরের জন্য সংসদ সদস্য নির্বাচন করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অব্দি গণসংযোগের পাশাপাশি নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে সবার নজরে রয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত দুই প্রার্থী যথাক্রমে আব্দুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকা,
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সার জানান, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সোনারগাঁবাসি
অতীতের মতো এবারও নৌকা প্রতীককেই বেছে নিবেন। নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই জনগণের কল্যাণ।
নির্বাচিত হলে সোনারগাঁকে একটি আধুনিক স্মার্ট এবং উপজেলা সিটি হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে কায়সার বলেন, সোনারগাঁয়ে এখনো অনেক উন্নয়ন বাকি রয়েছে আমি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে একটি শিল্পনগরী গড়ে তুলবো।
পক্ষান্তরে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং সোনারগাঁ আসনের বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা জানান,
সুষ্ট নির্বাচন হলে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (লাঙ্গল বিজয়ী হবে।
প্রচার ও গণসংযোগে যেখানেই যাচ্ছেন সেখানেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন সোনারগাঁবাসি ঐক্যবদ্ধ আছে। যে কোন বিশৃঙ্খলা মোকাবেলার জন্য তারা উন্মুখ হয়ে আছে।
এদিকে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কাগজে কলমে আরও ৩ জন প্রার্থী রয়েছে। এই প্রার্থীদের কোনো প্রচার-প্রচারণা নির্বাচনের মাঠে চোখে পড়ছে না।