নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৭৯,৬৮১। এতে ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ১২ হাজার ১০৮ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা (লাঙল) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৪১২ ভোট পেয়েছেন।
অর্থাৎ ৭৬ হাজার ৬৯৬ ভোট বেশি পেয়ে নৌকা প্রার্থী আবদুল্লাহ আল কায়সার বিজয় হয়েছেন।
গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা বেসরকারিভাবে নৌকার প্রার্থী কায়সারকে বিজয়ী ঘোষণা করেন।
ভোটকেন্দ্রে অনেক তরুন তরুনী ভোট দিতে এসে বলেন এই প্রতিবেদককে জানান বর্তমান সময়ে আ’লীগ যে উন্নয়ন করেছে।
উন্নয়নকে বিশ্বাস করে ভোটার হবার পর জীবনের প্রথম ভোট কায়সার ভাইয়ের নৌকা মার্কায় দিয়ে তাকে বিজয়ী করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
কায়সার বলেন, ‘আমি অক্লান্ত পরিশ্রম করে অবহেলিত আমার নির্বাচনী এলাকা উন্নয়ন দিয়ে ঢেলে সাজানোর চেষ্টা করে যাচ্ছি। মানুষ দলমত নির্বিশেষে আমাকে ভালোবেসে উন্নয়নের মূল্যায়ন করেছেন। আমি আবারও মানুষের কাছে ঋণী হয়ে গেলাম।
আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে হলেও আমি তাদের এই ঋণ শোধ করব ইনশাআল্লাহ।