নিজস্ব প্রতিবেদক।
রাসেদুল ইসলাম রাসেলঃ (সোনারগাঁ, নারায়ণগঞ্জ) প্রাচীন বাংলার রাজধানী ক্ষ্যাত সোনারগাঁয়ে “সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনিস্টিটিউশন স্কুল এন্ড কলেজ “ এর বার্ষীক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল আজ ৬/৮/২০২২ইং সোমবার ।
সোনারগাঁ পৌরসভা ও মুন্সির আলী বাজার সংলগ্ন ১৯০০ সালে স্থাপিত হয় প্রাচীন এই বিদ্যাপীঠ টি। প্রাচীন এই বিদ্যাপীঠে অধ্যায়ন করেছেন জ্ঞানী গুনী অনেক আলোকিত মানুষ,যারা দেশের বিভিন্ন সেক্টরে নিজেদের যোগ্যতার ছাপ রেখে গেছেন ও রাখছেন এখনো।
পবিত্র কোরআন তেলেয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করে একেএকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।এই পুরস্কার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সুলতান মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গর্ভানিং বডির অবিভাবক কমিটির সদস্য কালের কন্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি গাজী মোবারক ও আবেদ হোসেন।কলেজ শাখার অবিভাবক হিসেবে উপস্থিত ছিলেন খায়ের উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল এবং কলেজ শাখার সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।