নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম পহর ও ভোরের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুরে, ফুলের তোড়া হাতে নিয়ে উপজেলার শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান এমপি আব্দুল আল কায়সার, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল্লাহ আল মাহফুজ ও উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মহসিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা হকসহ অন্যান্যরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
২১ শে ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল্লাহ আল মাফুজের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের, অংশগ্রহণে৷ সোনারগাঁ উপজেলা শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। সে সাথে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাষা দিবস, ভাষা আন্দোলন আর ভাষার মাস নিয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল আল মাহফুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম একুশের চেতনাকে সবাইকে ধারণ ও লালন করার আহ্বান জানান বক্তারা।