নিজস্ব প্রতিবেদক।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
আজ বুধবার একুশের ভোরের প্রথম প্রহরে সারাদেশে দেশের ন্যায় সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ,
ইউপি সদস্য সেলিম রেজা, রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, হাজী আলম চান,মাসুম বিল্লাহ, লুৎফর রহমান,শাহপরান, শাহজালাল, সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এবং যুবলীগ নেতা সাজিদ মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসসহ প্রমুখ।