নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনে ১৫ প্রার্থীর মমধ্যে ৯জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার (২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাহফুজুর কালাম পেয়েছেন ঘোড়া প্রতীক, বাবুল ওমর বাবু পেয়েছেন আনারস প্রতীক, আলী হায়দার পেয়েছেন দোয়াত কলম প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে মাসুম চৌধুরী পেয়েছেন তালা প্রতীক, আজিজুল ইসলাম মুকুল পেয়েছেন মাইক প্রতীক, মো: ফয়েজ শিপন পেয়েছেন চশমা প্রতীক ও জাহাঙ্গীর পেয়েছেন টিউবওয়েল প্রতীক।
নারী ভাইসচেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী পেয়েছেন হাঁস প্রতীক ও শ্যামলী আক্তার ফুটবল প্রতীক।এছাড়া হাইকোর্টে রিটের মাধ্যমে ১ জন চেয়ারম্যান প্রার্থী, ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।তারা হলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব পারভেজ ও জহিরুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর ইসলাম রুমা, এড. নুরজাহান ও হেলেনা আক্তার। আগামী ৫ই মে তাদের ৬ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।