নিজস্ব প্রতিবেদক,
শরীয়তপুরের ডামুড্যা থানার নবনির্মিত’ দি পুলিশ গার্ডেন ‘ The Police Garden যেন সৌন্দর্যের অনন্য নিদর্শন। শরীয়তপুর জেলার পুলিশ সুপার( বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এস.এম. আশরাফুজ্জামান ৮ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৫.৩০ ঘটিকায় দি পুলিশ গার্ডেন এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস.এম.আশরাফুজ্জামান এবং ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ এর পরিকল্পনা ও বাস্তবায়নে ৩.০৬ একর জায়গার উপর ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি মৌজায় ডামুড্যা থানা কম্পাউন্ড যেন উপচে পড়া অপরুপ সৌন্দর্যের লীলাভূমি । অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ থানায় যোগদানের পর থেকেই থানার চিত্রনাট্য দ্রুত গতিতে পাল্টাতে থাকে। থানার সকল অফিসার ফোর্সদের নিয়ে তিনি টিম ডামুড্যা থানা হিসেবে কাজ শুরু করেন। বিট পুলিশের মাধ্যমে সামাজিক ও মানবিক অসংখ্য কাজ করে জনসচেতনতা সৃষ্টি , মানবিক সহায়তা প্রদান এবং থানায় জিডি,মামলা তথা যেকোন পুলিশী সেবা বিনা পয়সায় করে দিয়ে সাধারণ মানুষের কাছে কাছে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। জরাজীর্ণ পুরাতন থানা ভবনের পরিবর্তে বর্তমানে অত্যাধুনিক বহুতল ভবনে থানার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। একজন আপাদমস্তক মানবিক ও ভালো মনের সজ্জন মানুষ হিসেবে সমাজের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের মূর্তপ্রতীক হয়ে উঠা অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ থানায় এবার পুলিশ সুপার শরীয়তপুরের দিক নির্দেশনায় দি পুলিশ গার্ডেন( The Police Garden) করার উদ্যোগ নেন। পুলিশ সুপার শরীয়তপুর এস.এম. আশরাফুজ্জামান এবং অফিসার ইনচার্জ( ওসি) ডামুড্যা থানা শরীফ আহমেদ এর পরিকল্পনা ও বাস্তবায়নে ডামুড্যা থানায় ১২ আগস্ট ২০২২ বিকাল ৫.৩০ ঘটিকায় শুক্রবার দৃষ্টিনন্দন ফুলের বাগান’ দি পুলিশ গার্ডেন ‘এর শুভ উদ্বোধন ঘোষণা করেন । পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামানের দিক নির্দেশনায় শৈল্পিক মন নিয়ে অফিসার ইনচার্জ শরীফ আহমেদ তার ডামুড্যা থানা পুলিশের সহায়তায় এবার ফুলের বাগান The Police Garden এ দেশিবিদেশি বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেন এবং বাগানের দৃষ্টিনন্দন পাকা আয়তকার বক্স আাকারে স্থায়ী কাঠামো নির্মান করেন। যা থানার সৌন্দর্য বহুলাংশে বর্ধন করে। বাগানে যে কারো চোখ পড়লেই দৃশ্যমান হয়ে ফুটে ওঠে বাগানের বাহারি রং ও ডিজাইনের সিমেন্ট নির্মিত ফুলের টব, সিমেন্টের চাকতি, ইটের তৈরি বিভিন্ন আয়তকার সুদৃশ্য বক্স, সেই টবে, চাকতিতে, আয়তাকার বক্সে ফুটন্ত ফুল সবার দৃষ্টি আকর্ষণ করে। বাগানের মাটিতে রোপনকৃত লাল, সাদা, হলুদ,গোলাপী বর্ণের বিবিধ ফুটন্ত ফুল,বাহারি পাতা কিংবা গাছ দিয়ে নির্মিত প্রাকৃতিক ক্ষুদে দেয়াল যেন মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরপুর নতুন এক অচেনা থানার অবয়ব গড়ে দিয়েছে। উপস্থিত সকলের বেশ দৃষ্টিকাড়ে ডামুড্যা থানার নতুন দি পুলিশ গার্ডেন। শরীয়তপুর পুলিশ সুপার এস.এম.আশরাফুজ্জামান কর্তৃক (১২ আগস্ট) উদ্বোধনকৃত দি পুলিশ গার্ডেন The Police Garden থানার সকল পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসিয়েছেন। পুলিশ সুপার তার সহধর্মিণী ও পুনাক সভানেত্রী কাজী আরিফা আশরাফ এবং তাদের একমাত্র ছেলে আয়মান আশরাফ কে নিয়ে দি পুলিশ গার্ডেন এ ফুলের গাছ রোপণ করেন। সবশেষে, ডামুড্যা থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শরীয়তপুরকে আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় বেলায় পুলিশ সুপার শরীয়তপুরকে ডামুড্যা থানা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট প্রধান করা হয়। এবং ফুলেল শুভেচছা প্রদান করা হয়। দি পুলিশ গার্ডেন উদ্বোধন ও বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর অধ্যক্ষ জহিরুল্লা, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা: ফারুক,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন।