নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক জুড়ে নিত্যদিনের যানজট জনদুর্ভোগ চরমে। নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা মোড় থেকে উদ্যমগঞ্জ বাজার পর্যন্ত পুরো সড়কে চলছে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য।
সোনারগাঁ উপজেলার সব চাইতে অধিক গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা হইতে উপজেলার এই রাস্তা, এখানে সোনারগাঁ থানা, সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ উপজেলা পরিষদ, সোনারগাঁ উপজেলা প্রশাসক, এ ছাড়াও সবগুলো গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে এই রাস্তায়।
উদমগঞ্জ বাজার এলাকার অবস্থা আরো ভয়াবহ। এসব এলাকায় ছোট বড় বারি যানবাহন এর ফলে ও ফুটপাতে বিভিন্ন ব্যবসায়ীর গাড়ি দখলে থাকায় ও মালামাল ওঠানামানোর কারনে সৃষ্ট হচ্ছে যানজট।
এদিকে, উপজেলার ব্যস্ততম এ সড়কে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটোরিকশা অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। অনেকের ব্যক্তিগত অটোরিকশা ভাড়ায় চালানো হচ্ছে। অবৈধ অটোরিকশার কারণে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি উপজেলার রাস্তায় নিত্যদিনের যানজটেও ভূমিকা রাখছে এরা। এ ধরনের অসংখ্য গাড়ি উপজেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত রাস্তা দাপিয়ে বেড়ালেও পুলিশকে এ ব্যাপারে তৎপর দেখা যাচ্ছে না।