নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জে সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশ্রাফুজ্জামান অপু ও তার স্ত্রী সহকারী অধ্যাপক দিল আফরোজাকে পূর্ণবহাল করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে কলেজ অভ্যন্তরের মুক্তমঞ্চে ও কলেজের বাহিরে প্রায় ২ ঘন্টাব্যাপী বিভিন্ন স্লোগান সম্বলীত প্লেকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রিয় দুই শিক্ষককে পূর্ণবহাল করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচী পালন করেন। এসময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে ¯েøাগান দেয় আমাদের স্যার আমাদের ম্যাম পদত্যাগ কেন? পদত্যাগ কেন? জেগেছেরে জেগেছে ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ জেগেছে, জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে। দফা এক দাবি এক স্যার ও ম্যামকে ফেরত চাই।
পদত্যাগের বিষয়ে সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশ্রাফুজ্জামান অপু জানান, আমাকে ও আমার স্ত্রীকে এক রকম বল প্রয়োগ করে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এসময় বহিরাগত কিছু লোকজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত রোববার বিকালে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ আশ্রাফুজ্জামান অপু ও তার স্ত্রী সহকারি অধ্যাপক দিল আফরোজার বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের মূখে বাধ্য হয়েই সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশ্রাফুজ্জামান অপু ও তার স্ত্রী সহকারি অধ্যাপক দিল আফরোজা সাদা কাগজে সজ্ঞানে পদত্যাগ করলাম মর্মে লিখিত দিয়ে পদত্যাগ করেন।
এব্যাপারে সোনারাগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাত দিয়ে বলেন, এ ভাবে পদত্যাগ করা বিধি সম্মত নয়। কোন সরকারি কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের পদত্যাগ করতে হলে শিক্ষা সচিব অথবা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর লিখিত আবেদন করতে হবে। তবে এ ধরনের পদত্যাগ আইনে গ্রহণযোগ্যতা নেই বলে দাবী করেন তিনি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, এ পদত্যাগ নিয়ম বর্হিভূত। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে। সংশ্লিষ্ট দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।