নিজস্ব প্রতিবেদক।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নিহত সকল শহীদের স্মরণে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প নগরীতে সেচ্ছাসেবীক লীগ নেতা আসিফ আহমেদ আনিস এর বিশাল শোক র্যালী।
১৫ ই আগস্ট পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শোক র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ আহমেদ আনিস।
র্যালী পূর্বক সংক্ষিপ্ত সভায় আসিফ আহমেদ আনিস বলেন-১৯৭৫ সালের ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের সূচিত হয়েছিল। এর মাধ্যমে ঘাতকরা সুখী-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্নকে ধূলিসাৎ করার অপচেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পারেনি।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই বাংলাদেশ বেতার হয়ে গিয়েছিল রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ। এখন বুঝতে হবে ১৫ আগস্টে ঘাতকদের উদ্দেশ্য কী ছিল। হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, সর্বাগ্রে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশাল শোক র্যালিটি মেঘনা শিল্পনগরীর কাউন্টার থেকে বিভিন্ন সড়ক মহাসড়ক হয়ে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে শেষ হয়।
শোক র্যালীতে উপস্থিত ছিলেন
ইমরান প্রধান,রুবেল আহমেদ, আবুল কালাম, শামীম হোসেন,সাব্বির হোসেন,আল আমিন আহমেদ, দিল ইসলাম, শহীদ মিয়া,লিটন কাইয়ুম, রাব্বি,সোহাগ, পান্ত,শাকিল, মাসুদ,মাসুম রেজা,মামুন,
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ প্রমুখ।