নিজস্ব প্রতিবেদক।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও পৌরসভায় দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় মোহাম্মদ হোসাইন।
সোমবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলার পৌর এলাকায় মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন এর উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাচীবের সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সোনারগাঁও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রুবাইয়েত হোসেন শান্ত,পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক,সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের কৃষ্ণ রায়, নাইম,আশিক রিপু, কাচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ, সনমান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী,সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি লিপন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে অসহায় দুস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন।