বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ সোনারগাঁ।
নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামায়াত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৪ টায় জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা জামির ও আনিসের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ওই গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানিয়ে সেই দিনের ঘটনাবহুল দিক তুলে ধরে বক্তব্য রাখেন,
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি জামির হোসেন রনি’
অদ্যকার বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্হিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা, সাবেক সফল ছাত্রনেতা মোঃ আসিফ আহমেদ আনিস,
নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম আনন্দ, ইন্দ্রজিত রায়, মোঃ জুয়েল রানা, মোঃ রতন সিকদার, মোঃ সাগর রেজা, মোঃ মুজাহিদুল ইসলাম আলিফ, সিডনী চৌধুরী, মোঃ জাহিদ হোসেন,
সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আবুল কালাম, মোঃ আলামিন, সাব্বির খাঁন, মোঃ শিপন হোসেন শিপু, মোঃ দীন ইসলাম,
নারায়নগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সিয়াম, মোঃ লিমন, মোঃ তানভীর, মোঃ জাহিদ হোসেন,
বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ হোসেনুজ্জামান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শুরুতেই শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগ, নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা প্রতিবাদ সমাবেশে অবিলম্বে ২১ আগষ্ট হামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীদের দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।