নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলার পৌরসভার মাঠে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজের সাবেক সভাপতি ও সোনারগাঁ পৌরসভার চেয়ারম্যান পদপ্রার্থী সগীর আহমদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তার বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল বলেন,১৫ আগষ্ট ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। এদিন ঘাতকরা জনককে হত্যা করেই থামেনি,তারা বঙ্গমাতা,শেখ কামাল,শেখ জামাল সহ তাদের সদ্য বিবাহিত স্ত্রীদের নির্মম ভাবে হত্যা করে। তারা শিশু রাসেলকেও ক্ষমা করেনি ব্রাশ ফায়ার করে তাকেও মায়ের কাছে পাঠিয়ে দেয়।কি অমানবিক ছিলো সেদিনের ঘটনা। তিনি বলেন বঙ্গবন্ধুর হত্যাকারী বিদেশে পলাতক আসামীদের দ্রুত দেশে এনে বিচারের রায় কার্যকর করুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহিদ মোঃ বাদল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ্যাড.শামছুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি।
ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু প্রমূখ।