নিজস্ব প্রতিবেদক।
জোরপুর্বক মন্দিরের জমি দখলের পায়তারা
সোনারগাঁওয়ে জোরপুর্বক মন্দিরের জমি দখলের পায়তারা করছে বলে এমন অভিযোগ উঠেছে কৃষ্ণ বাবু ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে ।
৩১ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার শ্রী শ্রী সাধুবাবা সম্ভুনাথ ব্রাক্ষচারী আশ্রমের জমি দখলের চেষ্টা করে কৃষ্ণ বাবু ও তার সমর্থকরা।
এর আগে এ বিষয়টি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে অবগত করলে তিনি এলাকার পঞ্চায়েতকে নিয়ে ঘটনাস্থলে উপস্তিত হয়। পরে উভয় পক্ষকে সামনে রেখে এক নিমাংশা করে দেয়ার প্রস্তাব করলে কৃষ্ণ বাবু ও তার সমর্থকরা মানেননি।
এ বিষয়ে মন্দিরের রাজো দাশ হরি বলেন, আমাদের মন্দিরের জমি দখলের চেষ্টা করছে কৃষ্ণ বাবু ও তার লোকজনরা। আমরা বাধা দিলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে হুমকি ধমকির শিকার হতে হয়। আমরা এর সুস্থ বিচারের দাবী জানিয়েছি মোগরাপাড়া ইউনিয়দের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও এলাকার পঞ্চায়েতের কাছে। আমরা এর সুস্থ বিচার চাই।