নিজস্ব প্রতিবেদক।
বোদা পঞ্চগড়ায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নদীর বিভিন্ন স্থান থেকে আরও সাতজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় জানান, বিকেল পর্যন্ত আরও সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আমরা দুর্ঘটনার তদন্ত শুরু করেছি।
তিনি জানান, নৌকাডুবির ঘটনায় নিহত ৩৯ জনের মধ্যে ২১ জন নারী, ৭ জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মোঃ মাহাবুবুল আলম জানান, পঞ্চগড় ও আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি দলের ৯ জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নেন।
নিহতদের মধ্যে পলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৫), প্রিয়ন্তা রানী (৫), খুকি রানী (৩৫), প্রলিমা রানী (৫৫)। , তারা রানী (24), শোনেকা রানী (60), ফাল্গুনী রানী (55), প্রমিলা রানী (70), ধনবালা (47), সুমিত্রা রানী (57), সুফলতা রানী (40), সিমলা রানী (35), নৌকার মাঝি হাসান। আলী (৫২), উষি রানী (২), তনুশ্রী রানী (২), শ্রেশী রানী (২), বিমল চন্দ্র (৪৫), শ্যামলী রানী (৩৫), জ্যোতিষ চন্দ্র (৫৫) এবং রূপালী রানী (৩৫) শনাক্ত হয়েছেন।