নিজস্ব প্রতিবেদক।
দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম শুভ জন্মদিন
উপলক্ষ্যে
(২৮ সেপ্টেম্বর বুধবার) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন মেঘনা শিল্পনগরীর আনিস এর নিজ কার্যালয়
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসের উদ্যোগে। মাননীয় প্রধানমন্ত্রীর সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বিশ্বের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচিত। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শাসনকার্য পরিচালনায় তার দক্ষতার পরিচয় রয়েছে। শত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের আইকন তুল্য পদ্মা সেতু নির্মাণ সে কথাই জানান দেয়। দেশের স্বার্থে আরো অনেক মেগা প্রকল্প তার সরকার বাস্তবায়ন করছে।
শেখ হাসিনার নেতৃত্বে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি ও এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তিনি বিশ্বব্যাপী “মাদার অব হিউমিনিটি” উপাধি পেয়েছেন। শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে বিভিন্ন ডিগ্রি এবং পুরস্কার প্রদান করে। তিনি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামগ্রিক প্রবৃদ্ধি ও অগ্রগতিতে বিশ্বাসী এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন তার জীবনের অন্যতম লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাজিদ মাহাবুব, সোয়েল রনি,কামাল ভান্ডারী,শিপু আহমেদ,শামীম, আবুল কালাম,রুবেল,সাব্বির, আল আমিন,দিন ইসলাম, কাইউম, রাব্বি, লিটন,শহিদ, সোহাগ, ইমরান প্রধান, সহ প্রমুখ।