নিজস্ব প্রতিবেদক।
“এ গুড টিচার ইজ অলওয়েজ এ গুড লার্নার” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ সংঘের আয়োজনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে দিনব্যাপী পৌরসভার জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়।
সোনারগাঁ সংঘের সভাপতি ও বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (অবঃ) অতিরিক্ত সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (অবঃ) পরিচালক মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক ও সরকারী সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন ও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ফারুক হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারী আসমত আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মোঃ নুর আলম, সোনারগাঁ ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞাণ বিভাগের অধ্যাপক মোঃ শাহ আলী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, গজারিয়া কলিমুল্লাহ সরকারী কলেজের প্রভাষক মোঃ সাইফুর রহমান আহসানী, জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, গোলাম মর্তুজা কাজল, এ কে এম জানে আলম দিপু, জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ আলী, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বকর সিদ্দিক, ৭১ টিভি চ্যানেলের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, কালের কণ্ঠের সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক, বিজয় টিভি’র সোনারগাঁ প্রতিনিধি মোঃ অনিক, সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ, কামরুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক। এছাড়াও অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষক, শিক্ষিকা অংশগ্রহন করেন।