রবিন মিয়া সোনারগাঁ প্রতিনিধি।
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মানউন্নোয়নের লক্ষ্যে শিক্ষার্থীসহ অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (শনিবার) বিকেল ৫ টায় উক্ত বিদ্যালয় মাঠে তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়ার
এর সভাপতিত্বে ও পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু আসলাম অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব,
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। এখন যে সময়টা আছে তা কাজে লাগাতে হবে। বোর্ড পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারো সেভাবে প্রস্তুতি নেতে হবে। নিয়মিত বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস করানো হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করতে অভিভাবকদের
ভুমিকা নিতে হবে । বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, তোমরা যদি ভালোভাবে পড়াশুনা কর তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আমরা শিক্ষকদের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করব এবং শিক্ষকরা নিয়মিত বাড়িতে গিয়ে দেখবে তোমরা পড়াশুনা কর কিনা। শিক্ষার্থীরা মোবাইল, টিভি কম ব্যবহার করতে হবে। বিশেষ করে অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে তারা নিয়মিত পড়াশুনা করে। পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর লিখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম,
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাহেরপুর লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এম এ সালাম ভূইয়াসহপ্ৰমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উক্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র হাফিজ।