নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৭দিন অতিবাহিত হলেও খোঁজ মিলেনি মোসাঃ খোদেজা (৫০) নামের এক মানষিক প্রতিবন্ধী নারীর।
তার বাড়ী সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামে। গত ২১ নভেম্বর আনুমানিক সকাল ১০ টার দিকে তার নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেন নি। এঘটনায় নিখোঁজ নারীর ভাই মোঃ হাবিবুর রহমান হাবু বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সাধারণ ডায়েরী থেকে জানা যায়, বৃদ্ধা খোদেজা বেশ কয়েকদিন যাবৎ মানসিক ভারসাম্য রোগে ভোগছিলেন। যার কারণে তিনি কোনো কিছুই মনে রাখতে পারেন না। তাঁর স্বামী-সন্তান নেই। গত ২১ নভেম্বর থেকে তিনি আনুমানিক সকাল ১০টায় বাড়ী থেকে বের হয়। পরে তার নিকটাত্মীয়রা বহু খোজাখুজির পর তার কোনো সন্ধান না পেয়ে গত ২৬ নভেম্বর সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজ বৃদ্ধা খোদেজার গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট। পরনে গোলাপী রংয়ের কাপড় পরিহিত ছিলো। মুখমন্ডল লম্বাটে, স্বাস্থ্য হালকা-পাতলা।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার কোনো খোঁজ বা তথ্য পেয়ে থাকেন অথবা কোথাও তাকে পেয়ে থাকেন, তাহলে দয়া করে সোনারগাঁ থানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
এ ব্যাপারে নিখোজ খোদেজার ভাই হাবিবুর রহমান হাবু বলেন, কেউ তার বোনের সন্ধান পেলে মোবাইল নাম্বারে ০১৯৪২-৯০৪১০৩ এ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, মানষিক প্রতিবন্ধী নারীর নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।