সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে বরাদ্ধকৃত স্টল পেতে মামলা করে নিঃস্ব হয়েছে ১৩ জন কারুশিল্পী। বরাদ্ধকৃত কারুশিল্পীদের বাদ দিয়ে নতুন করে ২০২১ইং সালে ৯ টি স্টল বরাদ্ধ দিয়েছে সাবেক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহাম্মদ উল্লাহ।
ভুক্তভোগী কারুশিল্পী হাবিবুর রহমান ডালিম বলেন, আমাদের প্রকৃত কারুশিল্পীদের দোকান না দিয়ে বর্তমানে যাদের দোকান বরাদ্ধ দিয়েছে তাদের মধ্যে মানিক সরকার, চিন্তা হরণ, রতন পাল নামে এই তিন জনের দোকান মাসে ৩-৪ দিন দোকান খোলা থাকে, তাছাড়া বাকী সময় বন্ধ থাকে । কিন্তু বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে বিনা কারণে দোকান বন্ধ রাখারা কোন নিয়ম নেই।
উল্যেখ্য, ২০২১ইং সালের ২২ ফেব্রুয়ারি হাই কোর্টের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে ১৩ জন কারুশিল্পীদের পক্ষে কারুশিল্পী সেলিনা আক্তার বাদী হয়ে একটি রিট পিটিশন দায়ের করেন।