নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বিতরণ এর উদ্ধোধন করলেন চেয়ারম্যান মাসুম।
সোমবার (১ লা জানুয়ারি) সকাল ১০টায় ঝাউচর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়।
বই বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,উপজেলা আ’লীগের সহসভাপতি আলী আকবর মেম্বার, ও
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষকনৃন্দ।
উপজেলার ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর ৪৩ হাজার ২শত ও প্রথম শ্রেনী ও চতুর্থ, পাঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে ৬৭ হাজার ৮ শত বই বিতরণ করা হবে। এ ছাড়াও প্রি- প্রাইমারী শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে ৩ হাজার ৫ শত বই। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ মুখর হয়ে তারা তাদের নতুন গ্রহন করতে দেখা গেছে। এ ছাড়াও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাজী সেলিম রেজা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ,
হাজী আলম চান, আবু হানিফ, লুৎফর রহমান, জহিরুল ইসলাম, মাসুম বিল্লাহ, বাদশা, আল আমিন, যুবলীগ নেতা সাজিদ মাহবুব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিসসহ প্রমুখ।