নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে কবুতরের বাচ্চা বিড়ালে খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভিটিকান্দি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ ও তার পরিবার এ ঘটনার জেরে অন্য পক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে আসাদুল্লাহসহ কয়েকজন মিলে আকতার হোসেন ও তার পরিবারের সদস্যদের মারধর করেন। এতে আকতারের বড় ভাই নাসির হোসেন গুরুতর আহত হন।
আহত নাসিরকে প্রথমে মদনপুরের ‘দি আল-বারাকা’ প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় তাকে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত আকতার হোসেন সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,
আসাদুল্লাহ হাতে থাকা ধারালো ছোরা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। কোপটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার নাকে লাগে এবং আমি গুরুতর জখম হই। আমাকে বাঁচাতে আমার স্ত্রী সেলিনা, চাচি রওশন আরা, বড় ভাই নাসির ও ভাবি নাজমা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।
অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন১. আসাদুল্লাহ (৫০),২. আবির (২৫),৩, অভি (২৮) ৪. রাসেল (৩৮),৫. জুলেখা আক্তার বেবি (৩৮) আসাদুল্লাহর স্ত্রী তারা সবাই ভিটিকান্দি গ্রামের বাসিন্দা। এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।