নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের সোনারগা শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
৬ ডিসেম্বর (শনিবার) সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী স্কুল ও কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ এইচ এম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের ও আতিকুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সোনারগাঁও শাখার এর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অভিষেক ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট এর আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সোনারগা শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সোনারগাঁ শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনিরুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সনমান্দি হাসান খান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ বেসরকারি শিক্ষকদের কল্যাণে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করার এক দফা দাবি জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।