শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মানবাধিকার মূল্যায়ন ও গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা সোনারগাঁ থানার সদ্য যোগদানকারী ওসি মুহিববুল্লার সাথে সাংবাদিকদের মতবিনিময় নির্দিষ্ট সময়ই নির্বাচন দিতে হবে কোন তালবাহানা চলবে না-ড.মোঃ ইকবাল সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে নিয়ে সমালোচনার ঝড় সোনারগাঁয়ে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সদ্য যোগদানকারী ইউএনও’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও স্কুল ক্লাস পার্টি ২০২৫ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ইসলামী ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাবেক প্রতিমন্ত্রী উদ্যোগে দোয়া

সোনারগাঁয়ে ইসলামী ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনারগাঁ থানার উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর (শনিবার) সোনারগাঁও সরকারি কলেজে ৫৬ বছরে প্রথমবার মহাসমারোহে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনারগাঁ থানার সেক্রেটারি নাজমুস সাকিবের সঞ্চালনায় এবং শিবিরের সোনারগাঁ থানার সভাপতি আঃ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল জব্বার ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আ: জব্বার বলেন, অনেক মেধাবীরা সময়ের মূল্য না দেওয়ার কারণে পরবর্তীতে হারিয়ে গেছে। যারা আগামীর দিন গুলোতে ভালো থাকতে চায় তারা অবশ্যই এই কলেজের দুই বছরকে মূল্যায়ণ করতে হবে। যারা এই সময় কে মূল্যায়ন করবে তাদের আগামীর দিন গুলো হবে সম্ভাবনাময়। মোবাইল ফোন আমাদের নিয়ন্ত্রন করবে না আমরা ফোন নিয়ন্ত্রন করব। ছাত্রশিবির ও ছাত্রদল আমার জন্য কি করবে সেটা বিষয় নয়, আমি একজন ছাত্র বা ছাত্রী হিসেবে ছাত্র শিবির বা ছাত্রদলের কাছে নিরাপদ কিনা সেটাই আসল বিষয়। যদি সেই নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয় তাহলে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত। একই ভাবে যেই দলের কাছে দেশের মানুষ নিরাপদ থাকবে সেই দলকে দেশের মানুষ এইবার নির্বাচিত করবে।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন বাস্তবায়নের জন্য মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৫ আগস্টের আগে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ লক্ষ্য করা যায়নি। ২০২৪শে ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সৃষ্টি হয়েছে স্বাধীনতার পর এর আগে কোনদিন সে পরিবেশ সৃষ্টি হয়নি। সোনারগাঁও সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল কালাম স্যারের তত্ত্বাবধানে সোনারগাঁয়ের ছাত্রছাত্রীরা একটি সুন্দর ও উন্নত শিক্ষা ব্যবস্থা উপভোগ করবে বলে আশা করছি। ইসলামী ছাত্রশিবিরের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা শিক্ষার্থীদের উন্নত পড়ালেখার পাশাপাশি আল্লাহর পথে ডাকছি, আমরা শিক্ষার্থীদের জান্নাতের পথে ডাকছি।  এটাই ইসলামী ছাত্রশিবিরের ও ইসলামী ছাত্রীসংস্থার কাজ। আল্লাহ প্রদত্ত ও রাসুল (স:) প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলেই কেবল ইহকালীন ও পরকালীন সফলতা অর্জন সম্ভব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এসময় তিনি বলেন,  একজন শিক্ষার্থীর ১ম, ২য় ও ৩য় কাজ হচ্ছে পড়াশোনা করা ও জ্ঞান অর্জন করা। গত পনের বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধংস্ব করে দিয়েছিল। ভারতের প্রেসক্রিপশনে যে শিক্ষা ব্যবস্থা হয়েছিল সে শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। পড়ালেখা করা ছাড়াই খুব ভালো রেজাল্ট করা যেত। যেটা একজন শিক্ষার্থীর মেধাশূন্য করে দেয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে কিভাবে ভালো মেধাবী ও দক্ষ করে তোলা যায় সেই চিন্তা করে সবসময় যেটা বাংলাদেশের অন্য কোন সংগঠন করে না।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, যারা জীবনকে সুন্দরভাবে গড়তে চাও ইসলামী ছাত্রশিবির তোমাদের জন্য একটি উন্মুক্ত দ্বার খুলে দিয়েছে। তোমরা যদি ছাত্রশিবিরের রুটিন মাফিক পড়ালেখা চালিয়ে যেতে পারো ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি জীবন কে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, ফাতেমা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড: আজগর আলী।  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ আকরাম হোসাইন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা সোনারগাঁ থানার সভানেত্রী আছিয়া আক্তার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া ও সোনারগাঁ দক্ষিনের সেক্রেটারি আসাদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনারগা থানার সভাপতি আ: আজিজ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী রাশেদুল ইসলাম। এসময় সোনারগাঁও সরকারি কলেজের ৮০০শত শিক্ষার্থী উপস্থিত ছিল এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে
ছাত্রশিবিরের উপহার প্যাকেট তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.