নিজস্ব প্রতিবেদক,
মহান বিজয় দিবস ২০২৫ পালনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর ইকবাল হোসেন, এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, শোভাযাত্রা, স্কুল-কলেজে দেশাত্মবোধক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির অস্তিত্ব ও গৌরবের প্রতীক। দিবসটি তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ভূমিকা রাখবে। তাই সকলের অংশগ্রহণে দিবসটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সহযোগিতা কামনা করা হয়।সভা শেষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টন করা হয়।