নিজস্ব প্রতিবেদক,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫ ই ডিসেম্বর সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এর আহবানে জুমার নামাজ শেষে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি, বিএনপি নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনাতেও দোয়া করা হয়।
আয়োজকরা জানান, দেশনেত্রীর অসুস্থতায় তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত সুস্থতা প্রত্যাশা করে এই দোয়ার আয়োজন করেন।দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।