নিজস্ব প্রতিবেদক,
নির্বাচনের জন্য যারা একসময় খুভ তাড়াফুরা করতো, নিজেরাই তফসিল ঘোষণা করে ফেলতে চেয়েছেন, তারাই আজ নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। সাফ কথা বলে দিচ্ছি -নির্দিষ্ট সময়ই নির্বাচন দিতে হবে, কোন তালবাহানা চলবে না। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড.মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এ কথা বলেন।
সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মামুদ্দি গ্রামে সোমবার দুপুরে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা মোমিনুল হক সরকার। প্রধান অতিথি ছিলেন ড. মোঃ ইকবাল হোসাইন ভুইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, ব্যবসায়ী কাজী নাসির উদ্দিন ও সাখাওয়াত, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন এবং সোনারগাঁ থানা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল।
বৈঠকের সভাপতিত্ব করেন সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মমিনুল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মোতালিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মালয়েশিয়ান প্রবাসী সোহানুর রহমান সবুজ।
অনুষ্ঠানে মাস্টার শহীদুল্লাহ শহীদ, ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার প্রেক্ষাপট ও যুক্তিকতা নিয়ে আলোচনা করা হয়।