বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মানবাধিকার মূল্যায়ন ও গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা সোনারগাঁ থানার সদ্য যোগদানকারী ওসি মুহিববুল্লার সাথে সাংবাদিকদের মতবিনিময় নির্দিষ্ট সময়ই নির্বাচন দিতে হবে কোন তালবাহানা চলবে না-ড.মোঃ ইকবাল সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে নিয়ে সমালোচনার ঝড় সোনারগাঁয়ে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সদ্য যোগদানকারী ইউএনও’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও স্কুল ক্লাস পার্টি ২০২৫ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ইসলামী ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাবেক প্রতিমন্ত্রী উদ্যোগে দোয়া

সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রীর বিশাল শোডাউন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল শোডাউনের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম। ৭ সেপ্টেম্বর রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুন, শ্লোগান আর হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে উপজেলা সংলগ্ন শহীদুল্লাহ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এক জনসভা।

সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় পাশে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.